যেকোনো সাহায্যের জন্য কল করুনঃ +৮৮০ ১৪০০ ৫৫৩ ০৪০
  • যোগাযোগ

বাবুল কাবা হজ্ব কাফেলাবাবুল কাবা হজ্ব কাফেলা

  • হোম
  • হজ্ব প্যাকেজ
    • হজ্ব প্যাকেজ ২০২০
    • হজ্ব প্যাকেজ ২০২১
  • উমরাহ প্যাকেজ
  • গ্যালারী
  • ইসলামিক কর্ণার
  • আমাদের কথা
  • Home
  • Uncategorized
  • শুরু হলো সিয়াম সাধনার মাস ‘রমজান’

শুরু হলো সিয়াম সাধনার মাস ‘রমজান’

Friday, 24 April 2020 / Published in Uncategorized

শুরু হলো সিয়াম সাধনার মাস ‘রমজান’

সকলের প্রতি মাহে রমজানের শুভেচ্ছা ও শুভ কামনা …
ঘরবন্দি মানুষের অসহায়ত্বের সময়ে ভিন্ন এক মহিমায় আমাদের দেশেও হাজির হচ্ছে সংযমের মাস পবিত্র রমজান। এবারের রমজান আমাদের সামনে সুযোগ হয়ে এসেছে সর্বোচ্চ সংযম প্রদর্শণের। মাহে রমজানে দোয়া কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা (মাহে রমজানে) দুনিয়ার নিকটবর্তী আসমানে আসেন এবং ডেকে বলেন, ‘কে আছে এমন যে আমার কাছে নিজের গুনাহ মাফ চাইবে আর আমি মাফ করে দেব।’ (বুখারি ও মুসলিম)
আসুন আমরা সমগ্র মানবজাতির জন্য দোয়া করি এবং আল্লার দরবারে পবিত্র রমজানের উসিলায় পৃথিবী থেকে করোনা মহামারি যেন তিনি তুলে নিয়ে সব স্বাভাবিক করে দেন সে দোয়া করি। আসুন একে অন্যের সুস্থতার জন্য রোগমুক্ত থাকার জন্য দোয়া করি, আমীন।

নজিরবিহীন এক পরিস্থিতির মুখোমুখি বিশ্ব। সারা পৃথিবীতে দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনা। এটা খুবই যন্ত্রণাদায়ক। এমন পরিস্থিতি কারও কল্পনাতেও ছিল না। হতাশা চারদিকে। কিন্তু মানবিক প্রকৃত মনিুষের জীবনে হতাশ হওয়ার সুযোগ নেই। সুরা আত-তাগাবুনের ১১ নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন মুসিবত কখনও আল্লাহর অনুমতি ছাড়া আসে না। যে আল্লাহর উপর ঈমান রাখে আল্লাহ তার দিলকে হেদায়াত দান করেন। আর আল্লাহ সব বিষয়ে জানেন। এখন বহু মানুষ তার স্রষ্টার কাছে, আল্লাহ’র কাছে ফিরে গেছেন। মানুষ নিজেকে সমর্পণ করেছেন আল্লাহর কাছে। ক্ষণস্থায়ী জীবন সত্যটা আবার মানুষ বুঝতে শুরু করেছে।

কর্মহীন হয়ে পড়ছে অসংখ্য মানুষ। তিনবেলা খাবার জোটানোই যেন দুঃসাধ্য হয়ে পড়েছে। তাদের পাশে দাঁড়িয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। পাশে দাঁড়াতে পারেন আপনিও।নিজেদের সাধ্য অনুযায়ী আমরা অসহায় মানুষ পাশে দাঁড়াই। আর আত্মসমর্পণ করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রমজান অনেক মর্যাদা ও ফজিলতপূর্ণ মাস। এ মাসে মহান আল্লাহ বান্দার প্রতি অবিরত রহমত বরকত নাজিল করেন। আর বান্দাকে মাগফেরাত ও নাজাত দান করেন।

ফযিলতের মাস এই মাহে রমজানেই সমস্ত পৃথিবীবাসীর জন্য হেদায়েতের মহাগ্রন্থ আল-কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, রমজান মাস। এতে মানুষের দিশারী এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে। (সূরা বাকারা:১৮৫)

‘শাবান মাসের শেষ দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উদ্দেশ্য বক্তব্য দেন যে, ‘হে লোক সকল! অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এ মাসে তোমরা ৪টি কাজ বেশি বেশি আদায় কর। এর মধ্যে দু’টি কাজ আল্লাহর জন্য আর দু’টি কাজ তোমাদের নিজেদের জন্য।

আল্লাহ জন্য ২ কাজ হলো (তাসবিহ) এ সাক্ষ্য দেয়া যে, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তার কাছে ক্ষমা প্রার্থনা করা।
আর নিজের জন্য যে দুই কাজ করতে বলেছেন, তাহলো- জান্নাত লাভের দোয়া করা এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া।’

হাদিসে ঘোষিত বিশেষ দোয়া

তাসবিহ পড়া অর্থাৎ এ সাক্ষ্য দেয়া-
– لَا اِلَهَ اِلَّا الله
উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহ’
অর্থ : আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।

ইসতেগফার করা অর্থাৎ ক্ষমা চাওয়া। হাদিসে অনেক ইসতেগফার এসেছে। এর যে কোনোটি পড়লেই হবে-
– اَسْتَغْفِرُوا اللهَ العَظِيْم اِنَّ اللهَ غَفُوْرُ الرَّحِيْم
উচ্চারণ : আসতাগফিরুল্লাহাল আজিম ইন্নাল্লাহা গাফুরুর রাহিম।
অর্থ : মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়ালু।

– اَسْتَغْفِرُوا اللهَ العَظِيْم اّللَّذِى لَا اِلَهَ اِلَّا هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْهِ
উচ্চারণ : আসতাগফিরুল্লাহাল আজিম আল্লাজি লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়্যুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।
অর্থ : মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি এক ব্যতিত কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এবং তার দিকেই আমরা ফিরে যাবো।’

– رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
উচ্চারণ : রাব্বিগফিরলি ওয়া তুব্ আলাইয়্যা ইন্নাকা আংতাত তাওয়াবুর রাহিম।’
অর্থ : হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা করে দিন, আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি অতিশয় তাওবাকবুলকারী, দয়াবান।’

– اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক্বতানি; ওয়া আনা আ’বদুকা ওয়া আনা আ’লা আ’হদিকা ওয়া ওয়া’দিকা মাসতাত্বা’তু, আউজুবিকা মিন শাররি মা সানা’তু আবুউলাকা বিনি’মাতিকা আলাইয়া; ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।’

অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার বান্দা। আমি আমার সাধ্যমত তোমার প্রতিশ্রুতিতে অঙ্গীকারাবদ্ধ রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে তোমার নিকট আশ্রয় চাই। আমার ওপর তোমার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমার পাপও স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। নিশ্চয়ই তুমি ব্যতিত কোনো ক্ষমাকারী নেই।’

জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া-
– اَللَّهُمَّ اَدْخِلْنَا الْجَنَّةَ وَ اَجْرِنَا مِنَ النَّارِ
উচ্চারণ : আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আঝিরনা মিনান নার।’
অর্থ : হে আল্লাহ! আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও।’

– اَللهُمَّ انَّ نَسْئَلُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনান নার।’
অর্থ : হে আল্লাহ! আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই।’

হাদিসে পাকে আরো এসেছে, ‘যে ব্যক্তি সকাল সন্ধ্যা ৩ বার জান্নাতের আশা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে, জান্নাত-জাহান্নাম আল্লাহর কাছে ওই ব্যক্তির দোয়া কবুলে সুপারিশ করবে।

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরো রমজান মাস জুড়ে বেশি বেশি তাওহিদের ঘোষণা, ইসতেগফার বা ক্ষমা প্রার্থনা করা, জান্নাতের আশা ও জাহান্নাম থেকে নাজাতের দোয়া করার কথা বলেছেন।

আল্লাহ তাআলা রমজানজুড়ে হাদিসের নির্দেশনা অনুযায়ী উল্লেখিত তাসবিহ, ইসতেগফার ও দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করে রমজানের রহমত বরকত মাগফেরাত ও নাজাত লাভের তাওফিক দান করুন। আমিন।

-মির্জা ইমতিয়াজ শাওন

  • Tweet

What you can read next

BBB- Writing At Home Jobs
Successful Stories You Didn’t Know About Best Porn
Non Slip Dog Socks – What Can Your Learn From Your Critics

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক পোষ্ট সমূহ

  • Just what Russian All mail Order Woman?

  • What Women The european union Need Within a Marriage

  • Tips on how to Write a Account For Internet dating

  • Colombian Brides Online

  • Ищите работу? Советы экспертов

  • filipino wives

  • মহানবী (সা.)-এর রাতের ইবাদত

  • মানবজাতির প্রতি কোরআনের উপদেশ

  • মসজিদ আল হারাম ও মসজিদ আল নববী খুলে দেওয়া হলো

  • মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ খোলা হবে দ্রুত

আমাদের সাথে যোগাযোগ করুন

৮৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
ফোনঃ ০৩১-২৫৫৩০৪০
হটলাইনঃ ০১৪০০৫৫৩০৪০
সৌদি আরবঃ ০৫৭৩২০০৮৫৩
ইমেইলঃ babulkabahajj@gmail.com
ওয়েবঃ www.babulkabahajj.com

হজ্ব ও ওমরাহ্ সংক্রান্ত যেকোনো তথ্য ও সেবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিসে চলে আসুন। ধন্যবাদ

  • GET SOCIAL

© ২০১৯ বাবুল কাবা হজ্ব কাফেলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত. ওয়েবসাইট ডিজাইন ডেভ্সওয়্যার.

TOP