
শাস্তি আসার আগেই আত্মসমর্পণ করো
ইরশাদ হয়েছে, ‘তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাঁর কাছে আত্মসমর্পণ করো তোমাদের ওপর শাস্তি আসার আগেই; তার পর তোমাদেরকে সাহায্য করা হবে না।’
(সুরা : ঝুমার, আয়াত : ৫৪)
দ্বিন মেনে চলো
ইরশাদ হয়েছে, ‘অনুসরণ করো তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উত্তম যা কিছু অবতীর্ণ করা হয়েছে তার, তোমাদের ওপর অতর্কিতভাবে তোমাদের অজ্ঞাতে শাস্তি আসার আগে।’ (সুরা : ঝুমার, আয়াত : ৫৫)
কিয়ামতের দিন অবিশ্বাসীদের মুখমণ্ডল কালো থাকবে
ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে আপনি কিয়ামতের দিন তাদের মুখমণ্ডল কালো দেখবেন। উদ্ধতদের আবাসস্থল কি জাহান্নাম নয়?’ (সুরা : ঝুমার, আয়াত : ৬০)
মুত্তাকিদের আল্লাহ রক্ষা করেন
ইরশাদ হয়েছে, ‘আল্লাহ মুত্তাকিদের (আল্লাহভীরু) উদ্ধার করবেন তাদের সাফল্যসহ; অমঙ্গল তাদের স্পর্শ করবে না এবং তারা দুঃখিত হবে না।’ (সুরা : ঝুমার, আয়াত : ৬১)
অজ্ঞরাই আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে বলে
ইরশাদ হয়েছে, ‘বলুন, হে অজ্ঞ ব্যক্তিরা! তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে বলছ?’ (সুরা : ঝুমার, আয়াত : ৬৪)