

ইবরাহিম খলিল সড়কের গোল চত্বর থেকে হিজরা রোডের শুরু পর্যন্ত কম-বেশি কোয়ার্টার কিলো মিটার এলাকা জুড়ে রাস্তার সর্বত্র কবুতরের রাজত্ব। কংক্রিট রাস্তা দখল করে দিব্যি ওড়াওড়ি করছে এই বিহঙ্গ দল। পাশ দিয়ে হেঁটে যাওয়া-আসা করছে নামাজি মুসুল্লিরা। শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে নির্বিঘ্নে নিজের মনের আনন্দে অবস্থান করছে কবুতরের ঝাঁক।
দিনে রাতে বিরামহীনভাবে শত শত ধুসর রঙের কবুতর খেলা করছে চত্বরে। দেখতে আমাদের দেশের জালালী কবুতরের মতো।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, এখানে অনেক ভাঙা-গড়া হয়েছে, নতুন অট্টালিকা ও রাজপথ তৈরি করা হয়েছে। কিন্তু কবুতরগুলো এখানেই রয়ে গেছে। ভূমিরূপের নানা অদল-বদলে মানুষের স্থানান্তর হলেও কবুতরের দল জায়গা বদল করে নি।
আরেকটি আশ্চর্য্যের বিষয় হলো, পায়রাগুলো খুব বেশি উচ্চতায় উঠে না। বায়তুল্লাহর দিকেও যায় না। বায়তুল্লাহর প্রবেশের পথে মাটি কামড়ে পড়ে থাকে। বায়তুল্লাহতে হজ, ওমরাহ ও নামাজ আদায়কারীদের সাথে খুবই আপন ভাবে মিশে থাকে। মনে হয়, পবিত্র মসজিদে প্রবেশের পথে এই বিহঙ্গরা মানুষকে সাদরে সম্ভাষণ জানাচ্ছে।
একদল পায়রা এক মাথা থেকে দানা খেয়ে উড়ে যাচ্ছে আরেক প্রান্তে। ডানায় রৌদ্রের রূপালি ঝিলিক তুলে আরেক দল এসে সেই খালি জায়গা পূরণ করছে। আকাশ ঢেকে পায়রায় উচ্ছ্বল উড্ডয়ন দিগন্তে বিদ্যুতের চমক জাগিয়ে হাজার হাজার পুর্ণ্যার্থীকে বিমোহিত করছে।
———
# এ গ্ৰুপে কেউ ওমরাহ পালনে আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন।
বা’বুল কাবা হজ্ব কাফেলা।
(হজ্ব ও ওমরাহ্ পালনে গুণগত ও মানসম্পন্ন সেবার নিশ্চয়তা প্রদানকারী একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান)
মোবাইল: 01817712526
হটলাইন: 01400553040
web: babulkabahajj.com
fb: Babul Kaba Hajj Kafela
৭ মুরাদপুর, পাঁচলাইশ রোড, চট্টগ্রাম।
Babul Kaba Hajj Kafela টিম