পাথুরে পাহাড় ও উপত্যকা ঘেরা চমৎকার একটি বাংলাদেশী অধ্যুষিত এলাকা মিসফালাহ। মিসফালাহ সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অবস্থিত। মিসফালাহ অর্থ নীচু এলাকা। তামাটে পাথুরে পাহাড় ঘেরা মক্কায় অপেক্ষাকৃত নিম্ন ভূমি হচ্ছে এই এলাকাটি। হেরেম শরীফের পাশে ইব্রাহিম খলিল সড়কটি মিসফালাহ এলাকার মধ্য দিয়ে চলে গেছে মক্কা শহরের ভেতরে। মিসফালাহর মধ্যে রয়েছে মসজিদুল হেরেম বা মক্কা শরিফ। বছরের ৩৬৫ দিন দিবা-রাত্রি ২৪ ঘণ্টা হজ ও ওমরা যাত্রীদের পদচারনায় মুখর থাকে মিসফালাহ। রাস্তার এক পাশে খালি জায়গায় ঝাঁকে ঝাঁকে কবুতর চরে বেড়াচ্ছে এটাকে সবাই কবুতর চত্বর নামে চেনে। অনেকে শস্য দানা কিনে ছিটিয়ে দেয় কবুতরদের খাওয়ানোর জন্য। এখানে ঘুরে বেড়ানোর সময় চারদিকে বাংলা কথোপোকথন ভেসে আসে এর মধ্যেচট্টগ্রামের আঞ্চলিক ভাষার আধিক্য বদ্দা কথ্থে আইসস্যু। মনে হয় বাংলাদেশের কোন এলাকা। বছরের বেশির ভাগ সময় হজ ও ওমরা উপলক্ষে এ এলাকা বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়।
মিসফালাহ এলাকায় শতশত হোটেল রয়েছে যার বেশিরভাগই পরিচালিত হয় বাংলাদেশীদের দ্বারা। আছে বহু মসজিদ। এর অধিকাংশ ইমাম বা মুয়াজ্জিন বাংলাদেশী । এ এলাকায় ছোট-বড় মসজিদ রয়েছে ২২টি। এর মধ্যে ২০টিতে বাংলাদেশি ইমাম বা মুয়াজ্জিন কর্মরত। বাংলাদেশ হজ মিশনের অফিসও এ এলাকায় অবস্থিত। আরও রয়েছে বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার ও ক্লিনিক। বাংলাদেশীদের পরিচালিত জামা কাপড়, জুয়েলারী জুতা সহ নানাবিধ দোকান। দোকানের নাম ফলকে আরবীর পাশাপাশি বাংলার লেখা আছে দোকানের নাম।
মিসফালাহতে আছে অসংখ্য বাংলাদেশী রেষ্টুরেন্ট, এতে ডাল-ভাত, মাছ মাংস, ভর্তা ভাজিসহ সব ধরনের বাংলাদেশী খাবার এমন কি ছোলা মুড়ি, আলুপুরি, সিঙ্গারা, ঝালমুড়ি, নুডুলস, সমুচা, মিষ্টিও পাওয়া যায়। মিসফালাহ এলাকায় ছোট-বড় মিলিয়ে আবাসিক হোটেল রয়েছে ১০২টি। এসব হোটেলে থাকার সুব্যবস্থা আছে ২৫ হাজার লোকের। এর মধ্যে ৮৮টি হোটেল পরিচালিত হচ্ছে বাংলাদেশিদের মাধ্যমে। এ ছাড়া এ এলাকায় দোকানসহ রেস্টুরেন্ট আছে ৪৬২টি। এর মধ্যে ৩৫৫টি বর্তমানে পরিচালিত হচ্ছে বাংলাদেশিদের মাধ্যমে।
@ছবি- বা’বুল কাবা হজ্ব কাফেলা টিম
# আমাদের আগস্ট মাসের বিশেষ ওমরাহ গ্ৰুপে কেউ ওমরাহ পালনে আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন।
বা’বুল কাবা হজ্ব কাফেলা।
(হজ্ব ও ওমরাহ্ পালনে গুণগত ও মানসম্পন্ন সেবার নিশ্চয়তা প্রদানকারী একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান)
মোবাইল: 01819627672
হটলাইন: 01400553040
web: babulkabahajj.com
fb: Babul Kaba Hajj Kafela
৭ মুরাদপুর, পাঁচলাইশ রোড, চট্টগ্রাম।